বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের আরো ১০ জন করোনাক্রান্ত, মোট ১৭৫

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩১৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   সুনামগঞ্জের আরো ১০ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। আজ সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল আসে। অপর একজন শনাক্ত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি জানান, আজ সুনামগঞ্জ থেকে ১৫৯টি নমুনা গ্রহণ করা হয়। এগুলোর সাথে আগের জমাকৃত কিছু নমুনা মিলিয়ে মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।

এছাড়া শাবির ল্যাবে ১৩৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ