দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫।
বোর্ডে এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ পাস করেছে, যা গত বছরের থেকে ৭ দশমিক ৯৬ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন, যা গতবারের তুলনায় এক হাজার ৫০৬টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ৭৫৭ জন।
সিলেট বোর্ডে এবার এক লাখ ১৬ হাজার ১০৪ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন।
পরীক্ষার পাসের হারে এবারও মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।
ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডে ৯১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ৪৩টি প্রতিষ্ঠান। কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই।