দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি তিনি একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। এরপর সংগ্রহ করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম। ক্ষমতাসীন দলটি নড়াইল-২ আসনে মাশরাফিকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।
মাশরাফি নির্বাচনে প্রার্থী হওয়ায় শুরু হয় জল্পনা-কল্পনা। কারণ, নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের ওয়ানডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। এরকম অবস্থায় মাশরাফি প্রার্থী হলে তিনি প্রচারণা চালাবেন কীভাবে, এ নিয়ে শুরু হয় নানা কথা।
অবশেষে মাশরাফিই সকল কথা থামিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ খেলেই তিনি প্রচারণায় নামবেন।
মাশরাফি বলেছেন, ‘খেলা শেষে প্রচারণায় নামবো।’
ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের শেষ ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ১৪ ডিসেম্বর। দিবারাত্রির সেই ম্যাচ খেলে সিলেট থেকে নড়াইলে গিয়ে প্রচারণা শুরু করবেন মাশরাফি।
মাশরাফির ঘনিষ্ট একটি সূত্র সিলেটভিউকে জানিয়েছে, সিলেটে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার পরদিন হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন মাশরাফি। এরপর তিনি নড়াইলের উদ্দেশ্যে সিলেট ছাড়বেন।