স্পোর্টস ডেস্ক :: উইকেটে যাও, আউট হয়ে ফিরে আসো। এমন প্রতিযোগিতা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চলছিল না, এটা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু ব্যাটিংয়ে সে চিত্রই তো বড্ড দৃষ্টিকটুভাবে ফুটে ওঠলো! কোথায় উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করার চেষ্টা থাকবে, তা না, বাজে শটে একের পর এক আত্মহুতি দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন মাহমুদউল্লাহরা। আর তাতেই এখন সিলেট টেস্ট বাঁচানো বাংলাদেশের জন্য দায় হয়ে পড়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই অভিষেক টেস্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আগামী মাসে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি সেরে নিতে চান তারা। এই তবে ‘প্রস্তুতি’র নমুনা!
আজ প্রথম সেশনেই জিম্বাবুয়েকে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। কাল ২৩৬ রান করা সফরকারীরা আজ ২৮২ রানে থামে। তাদের শেষ পাঁচ উইকেট পড়েছে ৪৬ রানের মধ্যে। জিম্বাবুয়েকে ৩শ’র মধ্যে আটকে রাখার আনন্দ ফিকে হতে সময় লাগেনি খুব বেশি। দ্বিতীয় সেশনে পাঁচ উইকেট হারিয়ে বিপদকে চরম মাত্রায় নিয়ে যান বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মধ্যে চার ব্যাটসম্যানই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।
ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে দৃঢ়তা দেখিয়েছেন অভিষিক্ত আরিফুল হক। ৪১ রানে অপরাজিত থেকে আরিফুল যেন নিঃসঙ্গ শেরপার কথাই মনে করিয়ে দিলেন।
১৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে থাকলো ১৩৯ রানে। এরপর দিনে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে নামতে হলো তাইজুল ইসলামদের। ২ ওভারে ১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। তাদের লিড এখন ১৪০ রানের।
আজ একদিনে পড়েছে ১৫ উইকেট! জিম্বাবুয়ের পাঁচটি আর বাংলাদেশের দশটি উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসকে বড় করতে কাল সকালে জিম্বাবুয়ে নামবে প্রবল আত্মবিশ্বাস নিয়ে। বাংলাদেশ যখন ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামবে তখন উইকেটের আচরণ কেমন হবে, সাথে প্রথম ইনিংসে লিটনদের এই চরম ব্যর্থতার চাপ, হঠাৎ করে আত্মবিশ্বাসহীনতায় খাবি খাওয়া সবকিছু মিলিয়ে সিলেট টেস্ট বাঁচাতে অভাবনীয় কিছুই করতে হবে। অন্যথায় পরাজয়ের গ্লানিতে সিলেটের অভিষেককে বিষাদময় হয়ে ওঠবে বাংলাদেশের জন্য!
ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যান অব দ্য সিরিজ হওয়া ইমরুল টেস্টে এসে নড়বড়ে। চাতারার অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে স্ট্যাম্পে টেনে এনে ইনসাইড এজ হয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান (৫ রান)। খানিক পরে ইমরুলের দেখানো পথ ধরেন লিটন দাসও। কাইল জার্ভিসের দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন লিটন (৯)।
পাঁচ বল পর চাতারার বলে কাটা পড়েন নাজমুল হোসাইন শান্ত (৫)। তার ব্যাট ছুঁয়ে বল যায় উইকেরক্ষকের হাতে। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে উল্লাস করে জিম্বাবুয়াইনরা। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ এলেন। এক বল পর ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে গেলেন তিনিও (০)। শিকারির নাম চাতারা। ১৯ রানেই চার উইকেট শেষ!
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে মুমিনুল হকের অবস্থান ষষ্ঠ। সেই মুমিনুল উইকেটে থিতু হতে হতে সিকান্দার রাজার বলে হ্যামিল্টন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ১১ রান করে।
৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপদে বাংলাদেশ। সেই বিপদ আরো বাড়লো ৭৮ রানে। ১৮ রানে জীবন পাওয়া মুশফিক নিজের ৩১ রানে জার্ভিসের অফ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে ক্যাচ দিয়ে ফিরে যান।
দলকে উদ্ধারের চেষ্টায় জুটি বাঁধলেন আরিফুল হক আর মেহেদি হাসান মিরাজ। ২৮ রান করে সে জুটিও বিচ্ছিন্ন হলো মিরাজের আউটে। জুটি ভাঙতেই পার্টটাইমার শেন উইলিয়ামসনের হাতে বল তুলে দিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। নিজের দ্বিতীয় ওভারেই মিরাজকে (২১) নিজের হাতেই ক্যাচ বানিয়ে ফেরত পাঠান উইলিয়ামসন। এরপর তাইজুল, অপু আর রাহীরা এলেন আর গেলেন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৮২/১০, ১১৭.৩ ওভার। শেন উইলিয়ামসন ৮৮, পিটার মুর ৬৩*, হ্যামিল্টন মাসাকাদজা ৫২, চাকাভা ২৮, সিকান্দার রাজা ১৯, ব্রায়ান চারি ১৩, ব্রেন্ডন টেইলর ৬, ওয়েলিংটন মাসাকাদজা ৪, ব্রেন্ডন মাভুটা ৩, কাইল জার্ভিস ৪, চাতারা ০। তাইজুল ইসলাম ৬/১০৮, নাজমুল ইসলাম অপু ২/৪৯, আবু জায়েদ রাহী ১/৬৮, মাহমুদউল্লাহ ১/৩।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৩/১০, ৫১ ওভার। লিটন দাস ৯, ইমরুল কায়েস ৫, মুমিনুল হক ১১, নাজমুল হোসাইন শান্ত ৫, মাহমুদউল্লাহ ০,মুশফিকুর রহিম ৩১, আরিফুল হক ৪১*, মিরাজ ২১, তাইজুল ইসলাম ৫, নাজমুল ইসলাম অপু ৪, আবু জায়েদ রাহী ০। কাইল জার্ভিস ২/২৮, চাতারা ৩/১৯, সিকান্দার রাজা ৩/৩৫, শেন উইলিয়ামসন ১/৫।
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ০/১। হ্যামিল্টন মাসাকাদজা ১*, ব্রায়ান চারি ০*।