মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

সিলেট টেস্টে খেলছেন আপন দুই ভাই!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৩৪৯ বার

স্পোর্টস ডেস্ক:: তাঁরা তিন ভাই-ই টেস্ট ক্রিকেট খেলেছেন। তবে সিলেট টেস্টে একজন নেই, বাকি দুজনই আছেন দলে। তন্মধ্যে একজনের হয়েছে অভিষেক।
এই আপন দুই ভাই হচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা এবং ওয়েলিংটন মাসকাদজা। জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আর ওয়েলিংটন মাসাকাদজার টেস্ট অভিষেক হয়েছে সিলেটে।
তাঁদের আরেক ভাই শিঙ্গিরাই মাসাকাদজাও টেস্ট খেলেছেন ৫টি। বর্তমানে তিনি স্কোয়াডের বাইরে আছেন।
তবে তিন ভাই টেস্ট খেলার ঘটনা আরো আছে। এমনকি চার ভাই টেস্ট খেলেছেন, এমন উদাহরণও আছে।
পাকিস্তানের হানিফ মোহাম্মদ, মুশতাক, সাদিক ও ওয়াজির মোহাম্মদ এই চার ভাই টেস্ট খেলেছেন।
ইংল্যান্ড ও পাকিস্তান জাতীয় দলের হয়ে তিন ভাই টেস্ট খেলেছেন এমন ঘটনা ঘটেছে দু’বার করে। ইংল্যান্ডের হয়ে ডব্লু জি, অ্যাডওয়ার্ড ও ফ্রেড গ্রেস এই তিন ভাই এবং জর্জ, ফ্র্যাঙ্ক ও আলেক হিয়ার্র্ন এই তিন ভাই টেস্ট খেলেছেন। আর পাকিস্তানের হয়ে মনজুর, জহুর ও সেলিম এলাহি এবং আদনান আকমল, কামরান আকমল ও উমর আকমল টেস্ট খেলেছেন।
অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল ও ট্রেভর চ্যাপেল, দক্ষিণ আফ্রিকার লুইস, ভিনসেন্ট ও বার্নার্ড ট্যানক্রেড, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা, ধাম্মিকা রানাতুঙ্গা ও সঞ্জীবা রানাতুঙ্গা খেলেছেন ক্রিকেটের অভিজাত সংস্করণে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ