রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

সিলেটে মহিলা কলেজ পেল ৩টি বাস, উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেট সরকারি মহিলা কলেজ তিনটি নতুন বাস পেয়েছে। আজ শনিবার সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাস তিনটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। মহিলা কলেজে তিনটি বাস প্রদান সরকারের উন্নয়নের ধারাবাহিকতারই অংশ।’

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

বাস উদ্বোধন করতে এসে পরিকল্পনামন্ত্রী কলেজের হোস্টেল পরিদর্শন করেন। হোস্টেলে প্রয়োজনের তুলনায় কম আসন থাকায় নতুন হোস্টেল নির্মাণ এবং কলেজের অন্যান্য সমস্যার কথা শুনে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রীদের জন্য বাস ক্রয় করতে এক কোটি টাকা বরাদ্দ পায় মহিলা কলেজ। সেই টাকা থেকে ৮৪ লাখ টাকা ব্যয়ে তিনটি বাস ক্রয় করা হয়েছে। বাকি ১৬ লাখ টাকা সরকারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

অধ্যক্ষ জানান, নতুন তিনটি বাস এবং পুরাতন বাস মিলিয়ে এখন থেকে নগরীর সব রোডে ছাত্রীরা বাস দিয়ে কলেজে যাতায়াত করতে পারবে।  দক্ষিন সুরমা, টুকেরবাজার, বিমানবন্দর, শাহপরান গেইটে নিয়মিত বাস চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর জামালুর রহমান, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. আব্দুল কাদির, প্রফেসর মুছব্বির চৌধুরী, হোস্টেল সুপার প্রফেসর প্রফেসর বশির আহমদ, কামরুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ