দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ নোবেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সিলেটে বাড়ছে ঝড়ের বেগের মত। প্রতিদিন যে হারে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগী সিলেটের জন্য তা অশনি সঙ্কেত হিসেবে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সিলেটে ৬০ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস। এটি সিলেট জেলায় একদিনেই সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসের রোগী ধরা পড়লো।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৬০ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। গতকাল বুধবার সিলেটের ৫৬ জনের শরীরে শনাক্ত হয়েছিল এ ভাইরাস।
বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্তরা সিলেট মহানগর, সদর উপজেলা, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ নিয়ে সিলেটে করোনাভাইরাসে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
সুত্রঃ সিলেটভিউ