বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

সিলেটে চূড়ান্ত এমপিও পেল ১৮৯ শিক্ষা প্রতিষ্ঠান (পুরো তালিকা)

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪০৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   সরকারের শিক্ষা মন্ত্রণালয় দেশের এক হাজার ৬৩৩ শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্তির কোড যুক্ত করে আজ বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান।

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, মাধ্যমিক বিদ্যালয় ৯৭টি, উচ্চমাধ্যমিক (স্কুল ও কলেজ) ৯টি, উচ্চমাধ্যমিক (কলেজ) ৮টি এবং স্নাতক (পাস) ৭টি প্রতিষ্ঠান রয়েছে।

গেল বছরের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছিলেন। সে তালিকায় সিলেট বিভাগের ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে নতুন একটি যুক্ত হয়ে ১৮৯টি এবার এমপিওভুক্তির কোড পেয়েছে। বাকি ৭৮টি প্রতিষ্ঠান কোড পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ৭৫টি মাদরাসা, ২টি ভোকেশনাল প্রতিষ্ঠান, ১টি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

প্রসঙ্গত, এমপিও হলো ‘মান্থলি পেমেন্ট অর্ডার’। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকার যে অর্থ প্রদান করে, সেটাই হলো এমপিও।

সিলেটভিউ২৪ডটকম-এর পাঠকদের জন্য সিলেট বিভাগের চারটি জেলার চূড়ান্তভাবে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ তালিকা নিচে তুলে ধরা হলো-

এমপিওভুক্ত হওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া হাইস্কুল, মোহাম্মদ মজনু মিয়া একাডেমি, কেজিডিএস হাইস্কুল, সমিরুন্নেসা হাইস্কুল এবং গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি, বিশ্বনাথের চারিগ্রাম আদর্শ হাইস্কুল, জৈন্তাপুরের পূর্ব রাজ মহবুবুল আম্বিয়া চৌধুরী মেমোরিয়াল জুনিয়র হাইস্কুল, গোয়াইনঘাটের পূর্ব তোয়াকুল হাইস্কুল, জেবুন নাহার সেলিম হাইস্কুল এবং গুরুকছি হাইস্কুল, কানাইঘাটের কানাইঘাট পাবলিক হাইস্কুল এবং বীরদল অগ্রগামী হাইস্কুল, জকিগঞ্জের এমআর মজুমদার বিদ্যানিকেতন, গোলাপগঞ্জের মসলম উদ্দিন খান একাডেমি এবং হাজীপুর আইডিয়াল হাইস্কুল, বিয়ানীবাজারের শেওলা হাইস্কুল এবং খলিল চৌধুরী গার্লস একাডেমি।

সুনামগঞ্জ জেলাল সদর উপজেলার হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয়ম জুনিয়র স্কুল এবং সৈয়দপুর জুনিয়র হাইস্কুল, জামালগঞ্জের লক্ষ্মীপুর হাইস্কুল, তাহিরপুরের ব্রাহ্মণগাঁও আদর্শ হাইস্কুল, দিরাইয়ের মোকসেদপুর হাইস্কুল, জগন্নাথপুরের শাহজালাল হাইস্কুল, ছাতকের আলহাজ্ব আয়াজুর রহমান হাইস্কুল, সালেহা খাতুন কুর্শি হাইস্কুল ও শাহজালাল হাইস্কুল, দোয়ারাবাজারের হাজী নুরুল্লাহ তালুকদার দশগাঁও হাইস্কুল, রাগীব-রাবেয়া হাইস্কুল, বাঁশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি হাইস্কুল ও মুহিবুর রহমান মানিক সোনালী নূর হাইস্কুল।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুনিয়র হাইস্কুল, আটঘর হাইস্কুল, পদুনাপুর হাইস্কুল, মোহাম্মদ ইউসুফ হাইস্কুল এবং এম ইসরাইল এএম আমির হাইস্কুল, কুলাউড়ার সুলতানপুর গার্লস স্কুল, লক্ষীপুর মিশন হাইস্কুল, লংলা হাইস্কুল, পল্লকান্দি লংলা হাইস্কুল, মাস্টার শরাফত আলী হাইস্কুল এবং ইউসুফ তৈয়বুন গার্লস হাইস্কুল, জুড়ি উপজেলার আলবিনটিলা মুক্তিযোদ্ধা হাইস্কুল, হাজী সোনা মিয়া আপ্তারুন নেসা হাইস্কুল এবং জীবনজ্যোতি নগর জুনিয়র হাইস্কুল, রাজনগরের আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমি এবং বেরকুড়ি হাইস্কুল, কমলগঞ্জের ডলুয়াচারা জুনিয়ার হাইস্কুল, শ্রীমঙ্গলের বরুণা হাজী জালাল উদ্দিন হাইস্কুল, বড়লেখার হাজী শামসুল হক আদর্শ হাইস্কুল, সুজাউল জুনিয়র হাইস্কুল।

হবিগঞ্জ জেলার সদর উপজেলার ধলবামকান্দি পঞ্চগ্রাম জুনিয়র হাইস্কুল, বামকান্দি আদর্শ স্কুল, উমেদনগর পৌর হাইস্কুল এবং তেলিখাল আদর্শ হাইস্কুল, বাহুবলের হাজী এ ওয়াহিদ চৌধুরী হাইস্কুল, বি.সি. জুনিয়র সেকন্ডারি স্কুল এবং জগতপুর হাইস্কুল, নবীগঞ্জের মতিউর রহমান চৌধুরী হাইস্কুল, বিবিয়ানা আদর্শ হাইস্কুল, আজমিরীগঞ্জের সাতগাঁও পাবলিক হাইস্কুল, বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর হাইস্কুল এবং মেধাবিকাশ হাইস্কুল, চুনারুঘাটের চন্দ্রমল্লিকা হাইস্কুল, কচুয়া হাইস্কুল, মাধবপুরের সাহেবনগর হাইস্কুল, আহমেদপুর হাইস্কুল, ড. জারিফ হোসাইন জুনিয়র স্কুল, সুলতানপুর হাইস্কুল।

মাধ্যমিক বিদ্যালয়:
 সিলেট জেলার সদর উপজেলার সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস হাইস্কুল, আল আমিন জামেয়া ইসলামিয়া সেকন্ডারি স্কুল, আব্দুল গফুর ইসলামি আদর্শ স্কুল এন্ড কলেজ, শাহজালাল বাজার হাইস্কুল, ওসমানী মেডিকেল হাইস্কুল, বালাগঞ্জের কালিগঞ্জ এম. ইলিয়াস আলী হাইস্কুল, আজিজপুর হাইস্কুল, ময়শাসী অষ্টগ্রাম হাইস্কুল, দক্ষিণ সুরমার ইক্বরা আইডিয়াল হাইস্কুল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল, বলদি আইডিয়াল মাল্টিলেটারাল হাইস্কুল, হযরত শাহজালাল (রহ.) হাইস্কুল, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী হাইস্কুল, কোম্পানীগঞ্জের পূর্ণচুগাম হাইস্কুল, চানবাড়ি হাইস্কুল, বর্ণি হাইস্কুল, তেলিখাল হাইস্কুল, জৈন্তাপুরের খাজার মোকাম হাইস্কুল, বাওরভাগ হাইস্কুল ও রমজান রূপজান বাঘেরখাল একাডেমি, গোয়াইনঘাটের বাঘেরসড়ক হাইস্কুল, ফারুক আহমেদ কুনকিরি হাইস্কুল, সোনার হাট হাইস্কুল, কুপারবাজার হাইস্কুল, হাজী মদরিছ আলী হাইস্কুল, পরগনা বাজার হাইস্কুল এন্ড কলেজ, কানাইঘাটের জুলি আইডিয়াল হাইস্কুল, মুলাগুল হাইস্কুল, গোলাপগঞ্জের সালাম মকবুল হাইস্কুল, বিয়ানীবাজারের দুবাগ আইডিয়াল একাডেমি, আজাদ চৌধুরী একাডেমি, সপ্তগ্রাম হাইস্কুল।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার চৌদ্দগ্রাম হাইস্কুল, আব্দুল আহাদ শাহিদা চৌধুরী হাইস্কুল, অষ্টগ্রাম রসগোবিন্দ হাইস্কুল, তাহিরপুরের চানপুর হাইস্কুল, জনতা হাইস্কুল, বাগলি হাইস্কুল, ধর্মপাশার ভোলাগঞ্জ সর্বজনীন হাইস্কুল, গলহা হাইস্কুল, জামালগঞ্জের আব্দুল মুকিত হাইস্কুল, দিরাইয়ের আলহাজ্ব আব্দুল মোতালিব হাইস্কুল, মাঠেরগাও মোহাম্মদিয়া হাইস্কুল, শাল্লার হাফিজ আলী হাইস্কুল, দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা হাইস্কুল, জয়সিদ্ধি বসিয়া খাওরি বড়মহুয়া হাইস্কুল, নোয়াখালি সপ্তগ্রাম হাইস্কুল, পঞ্চগ্রাম হাইস্কুল, জগন্নাথপুরের পল্লবী আদর্শ হাইস্কুল, লামাটুকেরবাজার হাইস্কুল, আব্দুস সোবহান হাইস্কুল, বিশ্বম্ভরপুরের বিশ্বম্ভরপুর গার্লস হাইস্কুল, ছাতকের চরমহল্লাবাজার হাইস্কুল, হাজী জামাল উদ্দিন হাইস্কুল, জালালাবাদ হাইস্কুল, এল পি হাইস্কুল, ইসলামপুর হাইস্কুল, সি.বি.পি. হাইস্কুল, পালপুর হাইস্কুল, হাজী আব্দুল খালিক হাইস্কুল, দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার হাবিবুর রহমান হাইস্কুল, বড়লেখার শাবাজপুর আদর্শ গার্লস হাইস্কুল, পালওয়ান বাড়ি হাইস্কুল, টেকাহালি হাইস্কুল, কালাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল হাইস্কুল, পাকশাইল আইডিয়াল হাইস্কুল, বর্ণি আদর্শ হাইস্কুল, জুড়ির পাতিলাসানগাঁও হাইস্কুল, হোসাইন আলী হাইস্কুল, হাজী মনুহর আলী এম সাইফুর রহমান হাইস্কুল, কচুরগুল হাইস্কুল, কুলাউড়ার সিঙ্গুর হাইস্কুল, শাহজালাল হাইস্কুল, রাজনগরের রাজনগর আইডিয়াল হাইস্কুল, কান্দিগাঁও হাইস্কুল, জনতা হাইস্কুল, শান্তকূল হাইস্কুল, কমলগঞ্জের কামুদপুর হাইস্কুল, অভয় চরণ হাইস্কুল, ইউনিয়ন আদর্শ হাইস্কুল, শ্রীমঙ্গলের হাজী রশিদ মিয়া মেহেরজান হাইস্কুল।

হবিগঞ্জ জেলার সদর উপজেলার হাজী এমডি আলিম উদ্দিন হাইস্কুল, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল, তাড়াপ হাইস্কুল, রামপুর হাইস্কুল, আশিরা হাইস্কুল, বাহুবলের ফতেহপুর আদর্শ হাইস্কুল, নবীগঞ্জের বনকাদিপুর আমজাদ আলী হাইস্কুল, বানিয়াচঙ্গের আমবাগান হাইস্কুল, রত্না হাইস্কুল, একতা হাইস্কুল, বিজিএম হাইস্কুল, ইকরাম নন্দপাড়া হাইস্কুল, আজমিরীগঞ্জের পশ্চিমবাগ হাইস্কুল, লাখাইয়ের ভবানিপুর হাইস্কুল, মুড়িয়াউক হাইস্কুল।

উচ্চমাধ্যমিক (স্কুল ও কলেজ): সিলেট জেলার সদর উপজেলার সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ, ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজ, বালাগঞ্জের বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজ, ফেঞ্চুগঞ্জের মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ, কোম্পানীগঞ্জের ভাটরাই হাইস্কুল এন্ড কলেজ।

সুনামগঞ্জ জেলার শাল্লার সওদারশ্রী হাইস্কুল এন্ড কলেজ, জগন্নাথপুরের নয়াবন্দর বিএল হাইস্কুল এন্ড কলেজ, ছাতকের ঝিগলি হাইস্কুল এন্ড কলেজ এবং মৌলভীবাজার জেলার কুলাউড়ার ভুকবহমাইল সেকন্ডারি স্কুল এন্ড কলেজ।

এমপিওভুক্ত হওয়া উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান (কলেজ):
 সিলেট জেলার কানাইঘাটের মালিক নাহার মেমোরিয়াল একাডেমি, বিয়ানীবাজারের বৈরাগীবাজার আইডিয়াল কলেজ।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রানিগঞ্জ কলেজ। মৌলভীবাজার জেলার সদর উপজেলার আলহাজ্ব এমডি মকলিসুর রহমান কলেজ, জুড়ির হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজ।

হবিগঞ্জ জেলার সদর উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজ, বানিয়াচঙ্গের বানিয়াচং আইডিয়াল কলেজ, নবীগঞ্জের দিনারপুর কলেজ।

স্নাতক (পাস): সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল উইমেন্স ডিগ্রি কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ, জৈন্তাপুরের জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জকিগঞ্জের ইছামতি কলেজ, হাফসা মজুমদার মহিলা কলেজ এবং সুনামগঞ্জের ছাতকের জাওয়াবাজার ডিগ্রি কলেজ।

সুত্রঃ সিলেটভিউ২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ