দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক নেতারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ বলেন,দ্রুত সময়ের মধ্যে মাহিদের হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। গত রোববার রাতে ঢাকা যাওয়ার পথে সিলেট নগরীর কদমতলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিদ আল সালাম।
আন্দোলনকারীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে ‘নিরাপদ সিলেট চাই’, ‘সিলেটবাসী এক হও’, ‘ছিনতাইকারীর আস্তানা সিলেটে হবে না’, ‘মাহিদ মরল কেন, প্রশাসন জবাব চাই’ এ রকম স্লোগান দিয়েছেন।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন তারা। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বেলা সাড়ে ১২টায় তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান কর্মসূচিতে যোগ দিয়ে বলেন,তিনি এই আন্দোলনের সঙ্গে আছেন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মিরী রেজাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও কর্মসূচিতে যোগ দেন।