দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেটে নতুন করে আরো ৭৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৭২ জন, বাকিরা অন্য জেলার। এর মধ্য দিয়ে শুধুমাত্র সিলেট জেলাতেই করোনাক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আজ বুধবার নমুনা পরীক্ষায় ৭৮ জন শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭৩ জন রয়েছেন। তন্মধ্যে সিলেট সদর উপজেলার ৬৩ জন, কানাইঘাটের ২ জন, বিশ্বনাথের ৫ জন, গোলাপগঞ্জের ১ জন, বিয়ানীবাজারের ১ জন ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের ১ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের গলুবপুরের ১জন ও ছাতকের ১ জন রয়েছেন আক্রান্তের তালিকায়। হবিগঞ্জের চুনারুঘাটের ১ জন, কুমিল্লার লাকসামের ১ জন ও মৌলভীবাজারের বড়লেখার ১ জন রয়েছেন।
নতুন আক্রান্ত ৭২ জনকে নিয়ে সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা ২ হাজার ১৭ জন।
এদিকে, আজ বুধবার শাবির ল্যাবে সুনামগঞ্জের ২৮ জন এবং ঢাকার ল্যাবে হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৯ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
সবমিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৩ জনে।
তন্মধ্যে সুনামগঞ্জে ৮৯৮ জন, মৌলভীবাজারে ৩৬৫ জন ও হবিগঞ্জের ৪৯৩ জন রয়েছেন।
সুত্রঃ সিলেটভিউ