রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

সিলেটে ইউএইচএফপিও ফোরামের ২দিন ব্যাপী সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ বার

স্টাফ রিপোর্টার::

স্বাস্থ্য প্রশাসকদের জাতীয় সংগঠন UHFPO FORUM (ইউএইচএফপিও ফোরাম) বাংলাদেশ সিলেট বিভাগের ২দিন ব্যাপী প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১-১২ ফেব্রুয়ারী সিলেটের মৌলভীবাজারের লেমন গার্ডেন রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও ইউএইচএফপিও ফোরাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সম্পাদক ডা.জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা.নূরে আলম শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা.এস.এম.শাহরিয়ার,হবিগঞ্জের সিভিল সার্জন ডা.মো.নুরুল হক,মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ, ইউএইচএফপিও ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.মাহমুদুল হাসান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইউএইচএফপিও ফোরামের সাধারণ সম্পাদক ডা.এ এইচ এম ইশতিয়াক মামুন,সিলেট ইউএইচএফপিও ফোরামের সাধারণ সম্পাদক ডা.আহমেদ সিরাজুম মুনীর রাহিল,মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইউএইচএফপিও ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী ও সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রাজীব চক্রবর্তী।

সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারগণের মতামতের ভিত্তিতে চারটি জেলা কমিটি(আংশিক) ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ডা.জসিম উদ্দিন শরিফী। দুই দিন ব্যাপী সম্মেলনে মূল সম্মেলন সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান,রেফেল ড্র,সুইমিং, ক্যারাম,লুডি,টেবিল টেনিস,ব্যাডমিন্টন সহ নানাবিধ খেলায় অংশগ্রহণ করেন কর্মকর্তাগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ