স্টাফ রিপোর্টার :: ইসলাম ধর্মের অবমাননা ও কটূক্তি করায় প্রবাসী বাংলাদেশি সিফাত উল্লাহ’র সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫ টায় দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলার তৌহিদী জনতার উদ্যোগে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শায়খ মাওলানা আফসার উদ্দিন, রুহুল আমিন, শামিম আহমদ, হাফিজ মাওলানা মুশাহিদ আহমদসহ প্রমুখ।
মানববন্ধনে তৌহিদী জনতা বলেন, মুসলমানেরা মহানবী (সা.) ও আল্লাহপাককে সর্বোচ্চ স্থান দেয়। কোরআন আমাদের সর্বোচ্চ আস্থার জায়গা। সিফাত উল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ও মহানবী (সা.) নিয়ে কটূক্তি করেছে। সে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। এটা তৌহিদী জনতা মানবে না। প্রয়োজনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে তাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।