শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

সিনেমা তৈরিতে জাতীয় পর্যায়ে লড়বে ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৭৪৭ বার

স্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় চলমান বিজয় ফুল উৎসব প্রতিযোগিতায় ‘গ’ বিভাগ থেকে সিনেমা নির্মাণে উপজেলা, জেলা,ও সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে এবার জাতীয় পর্যায়ে লড়তে ঢাকায় যাচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ। মানসম্মত এই সিনেমা দিয়ে ওই প্রতিষ্ঠানটির হয়ে প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির ছাত্র বায়েজিদ রহমান অপি, নুসরাত জাহান ইমা, মোঃ আবু খালেদ, মোঃ আব্দুল বাছিত, মোছাঃ মনিরা বেগম, কামরুল ইসলাম। আর সবক্ষেত্রেই এর তত্ত্বাবধানে আছেন প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের শিক্ষক ফরিদ আহমদ।

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এমন সফলতায় আনন্দের বন্যা বইছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহ পুরো জেলায়,দলটিকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন অনেকেই। শুভাকাঙ্ক্ষীদের আশা জাতীয় পর্যায়েও এই সিনেমাটি সফলতা নিশ্চিত করবে।
সিলেট বিভাগের অনেক জেলার শক্তিশালী দলকে পরাজিত করতে সক্ষম হয়”আমরা যুদ্ধে যাব” সিনেমাটি। তাই বিজয়ের মাসে জাতীয় পর্যায়ের আটটি বিভাগের সাথে লড়বে সিলেট বিভাগের হয়ে প্রতিনিধিত্বকারী ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ।

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন,শুনে অনেক ভালো লাগছে-আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সফলতার কথা।তাদের এমন দক্ষতা আমাদেরকে অবাক করছে।তারা তাদের সিনেমা দিয়ে গোটা সিলেট বিভাগকে জয় করতে পেরেছে, সত্যিই তারা প্রশংসার দাবিদার। আমরা আশা করি জাতীয় পর্যায়েও তাদের এই সফলতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য,এ বছর বক্তৃতা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণীর আরেক ছাত্র আল মাহমুদ অংশগ্রহণ করেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ