বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

সালমানের পরামর্শে নাম বদল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৯ বার

বিনোদন ডেস্কঃ  
আলিয়া আদভানি। জন্ম ১৯৯২ সালের ৩১ জুলাই। বাবা জগদীপ আদভানি সিন্ধি হিন্দু, পেশায় ব্যবসায়ী। মা জেনেভিভে জাফরি ক্যাথলিক ধর্মাবলম্বী এবং স্কটিশ, আইরিশ, পর্তুগিজ ও স্পেনীয় বংশোদ্ভূত। তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন ২০১৪ সালে। প্রথম ছবি ‘ফাগলি’। এদিকে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে নিজের মজবুত অবস্থান তৈরি করেন আলিয়া ভাট। এ ছাড়া তাঁর বাবা মহেশ ভাট আর চাচা মুকেশ ভাট অনেক বছর আগে থেকেই ভারতের চলচ্চিত্র জগতে যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব।
তাই এত কিছুর মাঝে একই নামে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ কথা না। ঠিক ওই সময় বলিউডের ‘ভাইজান’ সালমান খানের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেলেন, ‘নামটাই বদলে দাও।’ পরামর্শ পছন্দ হলো। ‘কিয়ারা’ নামটা অনেক দিন আগে থেকেই তাঁর কানে লেগে আছে। ‘আনজানা-আনজানি’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের নাম ছিল ‘কিয়ারা’। তখন ভেবেছিলেন, যেদিন নিজের মেয়ে হবে, তার নাম রাখবেন কিয়ারা।
কিন্তু তত দিন তো অনেক সময়। তাই আলিয়া বাদ দিয়ে নিজের নাম বদলে রাখলেন কিয়ারা আদভানি। সেই নাম নিয়েই বলিউডে দ্রুত পরিচিতি পেলেন। ইদানীং নাকি বাসায়ও তাঁকে কিয়ারা নামেই সবাই ডাকছেন। এ ব্যাপারে কিয়ারা আদভানি বলেছেন, ‘আমি নিজেও চাইনি, আলিয়া ভাটের সঙ্গে দর্শক আমাকে গুলিয়ে ফেলুক।’
হিন্দির পাশাপাশি তেলেগু ছবিতেও অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ বছর তাঁর দারুণ ব্যবসা সফল ছবি ‘কবির সিং’। ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর খুব আলোচিত ছবি ‘গুড নিউজ’। এ ছাড়া ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (২০১৬) ছবিতেও অভিনয় করেছেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে তাঁর অভিনয় অনেক দিন মনে রাখবেন দর্শক। আর তিনি যথেষ্ট ফ্যাশন–সচেতন।
এদিকে এবার কিয়ারা আদভানি জানালেন, পাসপোর্ট আর আধার কার্ডে তাঁর নাম পরিবর্তন করা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ, এয়ারপোর্টে তাঁকে নামের জন্য প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই যেমন সবাই তাঁকে কিয়ারা আদভানি নামেই চেনে। কিন্তু পাসপোর্টে আলিয়া আদভানি দেখে এয়ারপোর্টের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন। এ ব্যাপারটা মোটেও ভালো লাগে না তাঁর। অন্যান্য কাজের ক্ষেত্রেও তাঁকে এমন পরিস্থিতির শিকার হতে হয়।
মা–বাবার দেওয়া নাম একেবারই মুছে ফেলবেন? কিয়ারা আদভানি বললেন, ‘তা কেন হবে! আলিয়া আদভানি থাকবে। মাঝে কিয়ারা শব্দটা যুক্ত করব। তাতে আমার নাম হবে আলিয়া কিয়ারা আদভানি অথবা কিয়ারা আলিয়া আদভানি। আশা করছি, তখন আর সমস্যা হবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ