দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ কোভিড-১৯ মুক্ত হয়েছেন। তার করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার দুপুরে আবদুস শহীদের ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্যারের করোনা ভাইরাসের প্রথম ফলোআপ রিপোর্টটি নেগেটিভ এসেছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
শহীদ এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেয়ার পর ছাড়পত্র দেওয়া হলে তাকে বাসায় নিয়ে আসা হবে বলে জানান সোহেল।
১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন শহীদ। আরও উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।