স্টাফ রিপোর্টার: সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরা কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ভাষাসংগ্রামি ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত সিলেটে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের অভিভাবক ছিলেন। তাঁর হাত ধরে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও সমৃদ্ধ হয়েছে। মুহিত আমৃত্যু রাষ্ট্র-সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক অভিভাবককে হারালাম। যা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করছি।
শোকপ্রকাশ কারী নেতৃবৃন্দরা হলেন, প্রেসক্লাব সভাপতি সামিউল কবির, সহসভাপতি আবু সাঈদ, সফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, দপ্তর সম্পাদক আবদুল কাদির জীবন, প্রচার সম্পাদক শানুর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য আল আমীন জুনেদ, রুপজ মিয়া ও পঙ্কজ চক্রবর্তী জয়।