বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সাদা পোশাকের ‘রাজা’ মমিনুল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৯৯ বার

ডেস্ক রিপোর্ট::

 ২০১৮ সালে টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন তিনি।

এবছর মোট ৮টি টেস্টের পাশাপাশি ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা মমিনুল ব্যাট হাতে মোট ৯টি শতক সহ ১৭৯১ রান সংগ্রহ করেছেন।

বছরটি দারুণভাবে পার করা মমিনুলের ঠিক পরের স্থানটিই তুষার ইমরানের। ঘরোয়া ক্রিকেটের এই রান মেশিন মোট ১৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১৫৭৩ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে ৭টি শতক হাঁকিয়েছেন তিনি।

এই দুই বাংলাদেশি ব্যাটসম্যানের পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের ররি বার্নস, দক্ষিণ আফ্রিকার ড্যান ভিলাস ও শ্রীলঙ্কার রোশন সিলভা।

সবমিলিয়ে মোট ১৮টি ম্যাচে ৪টি শতক সহ মোট ১৫৫৭ রান সংগ্রহ করেছেন ইংলিশম্যান বার্নস। অপরদিকে প্রোটিয়া ব্যাটসম্যান ভিলাস ২৪টি ম্যাচ খেলে রান করেছেন ১৫২৫। যেখানে তাঁর শতক সংখ্যা ছিলো ৫টি।

এদিকে পঞ্চমে থাকা লঙ্কান ব্যাটসম্যান সিলভা প্রথম শ্রেণী এবং টেস্ট মিলিয়ে চলতি বছর খেলেছেন মোট ১৭টি ম্যাচ। তাঁর রান সংখ্যা ১৪৮৩ এবং রয়েছে ৪টি শতক।

টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০১৮ সালের সর্বোচ্চ রান সংগ্রাহক (সেরা পাঁচ)- 

১) মমিনুল হক (২০ ম্যাচে ১৭৯১ রান, সেঞ্চুরি নয়টি)

২) তুষার ইমরান (১৯ ম্যাচে ১৫৭৩ রান, সেঞ্চুরি সাতটি)

৩) ররি বার্নস (১৮ মাচে ১৫৫৭ রান, সেঞ্চুরি চারটি)

৪) ড্যান ভিলাস (২৪ ম্যাচে ১৫২৫ রান, সেঞ্চুরি পাঁচটি)

৫) রোশন সিলভা ( ১৭ ম্যাচে ১৪৮৩ রান, সেঞ্চুরি চারটি)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ