স্পোর্টস ডেস্ক::
উইকেটে যখন এলেন তখনো চকচক করছে নতুন বল, ইনিংসের তৃতীয় বলেই উইকেট পেয়ে উজ্জীবিত পেসার কেমার রোচ। মুমিনুল হকের জন্য রাখা হলো তিন স্লিপ, গালি ও পয়েন্ট ফিল্ডার। মুখোমুখি প্রথম বলে জয়ী রোচই। মুমিনুলের ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় ফাইন লেগে। এক রান নিয়ে যাত্রা শুরু করেন কক্সবাজারের এ তরুণ।
এরপর থেকে রোচ কিংবা ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারদেরই জিততে দেননি ২৭ বছর বয়সী মুমিনুল। নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ে ছড়ি ঘুরিয়েছেন সাগরিকার উইকেটে, আধিপত্য বিস্তার করেছেন ক্যারিবীয় বোলারদের ওপর, তুলে নিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ষষ্ঠ এবং সবমিলিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সবশেষবার যখন খেলতে নেমেছিল বাংলাদেশ, সে ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল। চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলার পরে, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫ রান। আজ আবারও সেঞ্চুরি করে সাগরিকার এই মাঠে সেঞ্চুরির হ্যাটট্রিক পূরণ করলেন বাঁহাতি এ টপঅর্ডার ব্যাটসম্যান।
মজার ব্যাপার হচ্ছে, এ মাঠে ছয়বার পঞ্চাশ পেরিয়েছেন মুমিনুল, এর প্রত্যেকবারই পঞ্চাশকে শতকে পরিণত করেছেন কক্সবাজার সমুদ্রের পাশে বেড়ে ওঠা এ ক্রিকেটার। সাগরিকায় ছয় সেঞ্চুরির সাথে মিরপুরের শেরে বাংলায়ও দুইটি সেঞ্চুরি রয়েছে মুমিনুলের। সবমিলিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে তামিম ইকবালের পাশে বসেছেন তিনি।
এতদিন ধরে ৮টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। সে রেকর্ডেই ভাগ বসালেন মুমিনুল। এছাড়া একই ভেন্যুতে ছয়টি সেঞ্চুরি করে রিকি পন্টিং (এডিলেইড ও সিডনি), গ্রাহাম গুচ (লর্ডস), মাইকেল ভন (লর্ডস) ও ম্যাথু হেইডেনের (মেলবোর্ন) পাশে নিজের নাম তুলেছেন মুমিনুল।
সেঞ্চুরি করার পথে ৬৯ বলে ৭ চারের মারে নিজের পঞ্চাশ পূরণ করেছিলেন তিনি। পরে দ্বিতীয় পঞ্চাশ করতে খেলেন ৬৭টি বল। আগের ওভারে ক্যারিবীয়ান লেগস্পিনার দেবেন্দ্র বিশুকে ছক্কা মেরে ৯২ থেকে পৌঁছে যান ৯৮-তে। পরের ওভারে রস্টোন চেজকে স্কয়ার কাটে সীমানা ছাড়া করে নিজের অষ্টম ও সাগরিকায় ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।