শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

সাকিব যদি ফিরে আসে তাহলে বিশ্বকাপে নেতৃত্ব দেবে: পাপন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ২০৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব আল হাসান যদি ফিরে আসে তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে অবশ্যই সে অধিনায়কের দায়িত্ব পালন করবে।
জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় সব ধরনের ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান খেলায় ফিরলে২০২৩ সালে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হবে না সাকিবের। সেই সময় তিনি আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে থাকবেন। তবে বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁধা টপকিয়ে মূলপর্বে জায়গা করে নিতে পারে তাহলে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব দলে ফিরতেও পারেন।
এ ব্যাপারে বুধবার মিরপুরে বিসিবি সভাপতি বলেন, সাকিব কবে ফিরবে সেটা হল কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের মধ্যে তো সে আসতে পারছে না। মূল পর্বে গেলেও ম্যাচ প্র্যাকটিস ছাড়া সাকিব হঠাৎ এসে ঢুকতে পারবে কি না এখনই বলা যায় না। সাকিবের সঙ্গে আলোচনা করে নিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ