স্পোর্টস ডেস্ক::
ব্যাট হাতে খেললেন ৩৫ রানের কার্যকরী ইনিংস, আর বোলিংয়ে নিলেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সাকিব আল হাসানই দীপ্তি ছড়িয়েছেন গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে। তাঁর আলোয় আলোকিত হয়েই সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে সাফল্য। বাংলাদেশি অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে তাঁর দল ৫ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবুও ম্যাচসেরা নন বাংলাদেশের অধিনায়ক। গতকাল ম্যাচে দেখা গেল এমনই চিত্র।
এটা অবশ্য প্রথম নয়। এর আগেও বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন ক্ষেত্রেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও বাংলাদেশের অধিনায়ক ম্যাচসেরার পুরস্কার থেকে বঞ্চিত হন। এর আগের ম্যাচে মূলত সাকিবের কাছেই হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। চার ওভার বল করেছেন সাকিব। ২১ রানে দুই উইকেট, টি-টোয়েন্টিতে প্রশংসা পাওয়ার মতোই বোলিং। তিনি উইকেটগুলোও নিয়েছেন এমন ব্যাটসম্যানদের, যাঁদের কেউ একজন ভয়ংকর হয়ে উঠলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারত সানরাইজার্সের কাছ থেকে। শুধু বল হাতে নন। ব্যাট হাতে ২১ বলে ২৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।এমনকি নজরকাড়া দুটি উইকেট নিয়েও ম্যাচসেরার সম্মান থেকে বঞ্চিত হন এই অলরাউন্ডার। গতকালের মতো লো স্কোরিং ম্যাচে ৩২ বলে ৩৫ রান দ্বিতীয় সর্বোচ্চ এবং ৩৬ রানে ২ উইকেট তুলে নিয়েছেন ৩১ বছর বয়সী বাংলাদেশের তারকা। যার মধ্যে বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ উইকেট আছে। এ রকম অলরাউন্ডিং পারফর্ম করেও ৩৯ বলে ৫৬ রান করা উইলিয়ামসন হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয়বারের মতো আইপিএলের আসরে বৈষম্যের শিকার হলেন সাকিব। বাংলাদেশি বলেই কি সাকিবের প্রতি আইপিএলের এমন অবহেলা?