বিনোদন ডেস্কঃ প্রেম আর সংসারজীবন মিলিয়ে চিত্রনায়ক সাইমনের কেটে গেছে ১৫ বছর। বিয়ে করেছেন ৬ বছর আগে। দুই সন্তানের জনক হয়েছেন তিনি। বড় সন্তান স্কুলে যাওয়া শুরু করেছে। ছোট সন্তানের বয়স ৫ মাস। নায়ক সাইমন আর বাবা পরিচয়টাকে গোপন রাখতে চাইছেন না। তাই বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন। আজ শনিবার দুপুরে ফেসবুকে স্ত্রী–সন্তানের ছবিসহ একটি পোস্ট করেন।
সাইমনের স্ত্রীর নাম দীপা সাদিক। ঢাকার মেয়ে দীপার সঙ্গে নায়কের সাইমনের ৯ বছরের প্রেম। প্রেমের পর যখন বোনের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সেরে নেন, তত দিনে দেশের প্রেক্ষাগৃহে সাইমনের একাধিক ছবি মুক্তি পেয়ে গেছে। তাই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের পরামর্শে বিয়ের খবরটি চেপে যান সাইমন। দিনে দিনে সময় অনেকটা কেটে গেছে। তাই আর চেপে থাকতে চাইলেন না।
৯ বছর প্রেমের পর ২০১৪ সালের ২৩ ডিসেম্বর একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সেরে নেন সাইমন সাদিক। বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে সবার ধারণা, বিয়ের খবর ভক্ত ও দর্শকেরা জানতে পারলে জনপ্রিয়তা কমে যাবে। এটা ভেবে পরিবার থেকে আমার স্ত্রী আর অন্যরা বিয়ের বিষয়টি সামনে আনতে চাইছিলেন না। কিন্তু আমার অভিজ্ঞতায় বলতে হচ্ছে, এটা ভুল ধারণা। দর্শক ভালো অভিনয় দেখতে চান। ভালো গল্পের সিনেমা দেখতে পারলে নায়ক–নায়িকা বিবাহিত নাকি অবিবাহিত, তা মোটেও তাঁদের কাছে ম্যাটার করে না। আমি এ–ও মনে করি, বিয়ে অনেক বড় একটা আশীর্বাদ। আমি দুই সন্তানের বাবা। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। দেরি করে বিয়ে ও সন্তানের বিষয়টি ঘোষণা দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একই সঙ্গে সবার কাছে দোয়াও চাইছি।’
সাইমনের বড় ছেলে স্কুলে যাওয়া শুরু করেছে। তাঁর বিয়ের বিষয়টি কাছের কয়েকজন ছাড়া তেমন কেউ জানতেন না। আজ হঠাৎ নিজের ছেলের ছবি ফেসবুকে শেয়ার করেন সাইমন। সেই ছবি দেখে রীতিমতো সবাই অবাক। সাইমনের বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যানের বয়স চার বছর চার মাস আর ছোট ছেলে সাদিক মোহাম্মদ সাইয়্যারের বয়স পাঁচ মাস। সাইমন বলেন, ‘বিয়ের বিষয়টা কাছের কয়েকজন ছাড়া কেউই জানতেন না। ভালোবেসে বিয়ে করেছি। দীপার সঙ্গে আমার ৯ বছরের প্রেম। দুজন দুজনকে খুব ভালোবাসি আর সেই ভালোবাসা পূর্ণতা পেয়েছে বিয়েতে। ছেলের আনন্দে বিষয়টি সবার সামনে নিয়ে এসেছি।’
বাবা সাইমন জানান, ‘বাবা হওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে আমার ছেলেই সবকিছু। আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই। আজকে আমার বড় ছেলে তার জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। এটা আমার জন্য অতি আনন্দের। এই খুশিতে ছেলের ছবি প্রকাশ করেছি। আমি যে বাবা ও স্বামী, এটা সবাইকে জানিয়ে দিয়েছি।’
প্রসঙ্গত, ২০১২ সালে জাকির হোসেন পরিচালিত ‘জ্বী হুজুর’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু। পরের বছর ‘পোড়ামন’–এ অভিনয় করে জনপ্রিয়তা পান। প্রশংসাও কুড়ান। এরপর আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। আর ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে ২০১৯ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে এই নায়কের ‘আনন্দ অশ্রু’ ছবিটি।