রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬ বার

স্টাফ রিপোর্টারঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধারা তাদের হারানো গৌরব ফিরে পেয়েছেন। ফিরে পেয়েছেন তাদের পরিচয়। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, চিকিৎসা সহ তাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছে সরকার।

শনিবার(২ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জস্থ হিজলবাড়িতে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন৷

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্যই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের এই অবদানের কথা অনন্তকাল মনে রাখবে।’

মন্ত্রী আরও বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের যে দিকেই থাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন৷ কিন্তু একটি গোষ্ঠী এই উন্নয়নের বিরোধীতা করে দেশকে পেছনে নিয়ে যেতে চায়। তারা দেশের ক্ষতি চায়৷ নির্বাচনে ভয় পেয়ে জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় আসতে চায় তারা৷ সুতরাং এই মুহুর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে৷

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক মো: আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, নিয়ামত আলী, অধির চন্দ্র তালুকদার, মসদ আলী, মাতাব আলী, অরুণ কুমার দাস, রামধন চন্দ্র দেবনাথ, কবিন্দ্র কুমার দেব, মনিন্দ্র কুমার দাস, ফসন্দর আলী, মফিজ আলী, ফিরিজ আলী, আরফ আলী, অবনি বিশ্বাস, কাচা মিয়া, বিচিত্র রঞ্জন দাস, জমশর আলী, বাকর আলী, গিয়াস উদ্দিন জমাদার, সুরেন্দ্র কুমার দাস, কোকা রঞ্জন দাস, নিত্যানন্দ দেবনাথ, গৌরহরি দেবনাথ, বানেশ্বর দেবনাথ, সত্যভূষন তালুকদার, মলয় কান্তি দাস, মুক্তিযোদ্ধার সন্তান সুদর্শন ব্যানার্জি, সৌরভ রঞ্জন দাস, হুমায়ুন কবির, আবুল কাসেম, উত্তম কুমার দাস, আমিনুর রহমান আরমান, মাহবুব আলম মিলন, রুবেল রঞ্জন তালুকদার, পংকজ কুমার দাস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ