অসীম সরকার
বাড়িতে গিয়ে সেই হারিকেনটা এবং কুপি বাতিটা খুঁজছিলাম যেগুলোর আলোয় পড়তাম। আর কেরসিন পুড়িয়ে উৎপন্ন হত কাজলের কালি আর জমত বইগুলোর পাতায় পাতায়। কিন্তু না নেই পাওয়া গেলনা। এগুলো জাদুঘরেই নিতে হবে।
পরেশদা পড়াতো আর কোন ফাকে যে আমি ঘুমিয়ে পড়তাম তা বলা মুশকিল। পরে হারিকেন ডিম করে দাদাও হয়তো ঘুমিয়ে পড়ত।
প্রতিদিন স্কুলে যেতাম যতীন্দ্র পিসার নৌকায় কিন্তু যেতে যেতেই প্রথম ক্লাস শুরু হয়ে যেত। আর পরীক্ষা থাকলে পরিমল দা আর আমি কত দাড় টেনেছি। অনেকসময় পরীক্ষা শুরু হয়ে যেত আমরা দাড় টানতে টানতে। এখন ঢাকা থেকে একে বেকে রাস্তা চলে এসেছে হাওরে। সহজেই ঢাকা যাওয়া যায়। ঢাকা থেকে বাস আসে মধ্যনগরে।
এখন বিদ্যুৎ ঘরে ঘরে। লাইট জ্বলছে, বৈদ্যুতিক পাখা ঘুরছে। ফ্রিজ চলছে। টিভি যন্ত্রটা ছিলই না বললেই চলে আমাদের গ্রামে। আমরা সিডি / ডিভিডি ভাড়া নিতাম এক রাতের জন্য। সারারাত দেখতাম। একবারে তাদের ব্যাটারি শেষ করে দিতাম। এখন নিজস্ব স্যাটেলাইট দিয়ে ছবি দেখছি রঙিন টেলিভিশনে। মধ্যনগর মাও শিশু কল্যাণকেন্দ্র চালু হয়েছে ভালো লাগছে তবে হাসপাতাল চাই।
#গলইখালী গ্রামে সংযোগ সড়ক চাই।
#গলইখালি স্কুল মাঠে শহীদ মিনার বা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ হউক।
# মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ১০০ বছরে ও সরকারি হল না।
#মধ্যনগর ব্রিজের নামকরন হউক বিপ্লবী লালমোহন রায় সেতু।
# মধ্যনগর হাসপাতাল হবে হউক
#মধ্যনগর ডিগ্রী কলেজ হউক।
#মধ্যনগর উপজেলা তো চাই ই চাই।
এগিয়ে যাও বাংলাদেশ।✌ বাংলা।