রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

সকলের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আফসার উদ্দিন ভূঁইয়া মাস্টার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৪৯৩ বার

এম এ মোতালিব ভুঁইয়া :: সকলের অস্রুসিক্ত ভালোবাসায় গ্রামের সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দোয়ারাবাজার উপজেলার বৃহত্তর টেংরাটিলার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আফসার উদ্দিন ভূঁইয়া মাস্টার (৮৫) ।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় টেংরা হাইস্কুলে হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার জানাযা অনুষ্ঠিত হয়। মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে তার জানাযায় বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। সকাল এগারোটায় জানাযার নামাজের শুরুতে মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক জাবা মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, বোগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনু মিয়া, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার , লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, ওসি অকিল উদ্দিন আহমদ, মাওলানা মোঃ ওসমান গনি সরকার, প্রফেসর কলিম উদ্দিন ভূঁইয়া, মরহুম হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার একমাত্র ছেলে প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, ‘হাজী আফসার উদ্দিন ভূঁইয়া ছিলেন অত্র অঞ্চলের একজন আলোকিত মানুষ। তিনি সারাজীবন শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে গেছেন। শুধু শিক্ষাক্ষেত্রেই নয় মুক্তিযুদ্ধের সময়েও তিনি মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করে এদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন।

এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নে তার ব্যাপক পদচারণা ছিলো। এলাকায় শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে।’
এসময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অনুমোদনকৃত একাডেমিক ভবন হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার নামে নামকরণের প্রস্তাব করলে জানাযায় উপস্থিত সবাই এতে সর্বসম্মতি প্রদান করেন। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, গনমাধ্যমকর্মী, প্রাক্তন শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জানাযা শেষে পশ্চিম টেংরাটিলা জামে মসজিদের সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ