দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ আক্রান্ত হয়েছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সেলিম চৌধুরী। সোমবার তার করোনা পজেটিভ আসে। বর্তমানে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, গেল ২ ও ৩ তারিখের যে নমুনা ঢাকা পাঠানো হয় তার রেজাল্ট আসে সোমবার। এতে কমলগঞ্জ উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শিল্পী সেলিম চৌধুরীও রয়েছে।
সেলিম চৌধুরী পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের বাড়িতে গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় সোমবার তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।
মৌলভীবাজারে বেড়ে ওঠা শিল্পী সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। মরমী সাধক হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন।
সুত্রঃ ডেইলি বাংলাদেশ