বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শ্রমিকদের বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ২২৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
করোনাভাইরাজনিত সংকটের কারণে সমস্যায় থাকা শিল্পখাতের শ্রমিকদের বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যমন্ত্রী বাড়ির মালিকদের প্রতি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাজনিত সংকটের ফলে বাংলাদেশের রফতানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সব শিল্পের শ্রমিকগণ সমস্যায় পড়েছেন। এমতাবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়ি ভাড়া সহানুভ‚তির সঙ্গে বিবেচনার জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করছি।
তিনি আরও বলেন, আমরা সহানুভ‚তিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন। এবং আগামীতে রফতানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।
প্রসঙ্গত, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া সর্বশেষ তথ্যানুসারে, এ পর্যন্ত দেশে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ২৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ