রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

শ্রদ্ধা আর ভালোবাসায় অধ্যক্ষ রবিউল ইসলামকে দক্ষিণ সুনামগঞ্জবাসীর শেষ বিদায়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৯ বার

স্টাফ রিপোর্টার ::  হাওর বাঁচাও আন্দোন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের জানাযা শেষে দাফন স¤পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হাজী আক্রম আলী দাখিল মাদ্রসার মাঠে জানাযায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেন, শাহজালাল মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এনামুল কবির, প্রভাষক মাসুদুর রউফ পল¬ব, জাফর আলী, কবির আহমদ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান, সাবেক দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান,হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ রিপোর্টারস ইউনিটের সাধারণ স¤পাদক ইমরানুল হক চৌধুরী,আমরিয়া ইসলামিয়া মাদ্রসার অধ্যক্ষ আবু নছর মোঃ ইব্রাহীম, সহ শিক্ষক মিজানুর রহমান, হাজী আক্রম আলী দাখিল মাদ্রসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, সহ সুপার মাওলনা কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, সাংবাদিক এ কে খুদরত পাশা, ওবাদুল হক মিলন, সাংবাদিক সাংবাদিক শহীদ নুর, মাওলানা নুরুল হোসাইন, হাজী আক্রম আলী দাখিল মাদ্রসার সহ শিক্ষক আলী হায়দার, হারেজ আলী, আশরাফুল আলম, মাওলনা হসান আহমদ, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জিয়াউর রহমান, হাফিজ আবু হানিফা, জেলা যুবলীগ নেতা পাভেল আহমদ সহ এলাকার বিভিন্ন মাদ্রাসা, স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ প্রমূখ।

উল্লেখ্য,  গত শনিবার দিবাগত রাত ৪টা ২০ মিনিটের সময় হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি  ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ এলাকায় জানাযা শেষে নিজ এলাকা দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাসাখরচ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সমন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ