বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

শোয়েব-হাফিজকে বিশ্বকাপ দলে রাখার কারণ জানালেন ইনজামাম

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ২৪১ বার

স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে ঠাঁই পেয়েছেন দুই অভিজ্ঞ পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। এই দুই ক্রিকেটারকে নেয়া হয়েছে মূলত মিডলঅর্ডারে ভারসাম্য আনার জন্য।
দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানান, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ এর আগে বিশ্বকাপে খেলেছে। তারা যথেষ্ট অভিজ্ঞ। মিডলঅর্ডারে তাদের অভিজ্ঞতা দলের প্রয়োজন।
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচের পরের দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়ে অভিযানে নামবেন সরফরাজ বাহিনী। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্বমঞ্চে ভালো পারফরম করার ব্যাপারে আশাবাদী তারা।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ