শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

শেষ কবে এমন ব্যাটিং করেছেন তামিম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ২৩১ বার

স্পোর্টস ডেস্কঃ  
১০০ স্ট্রাইক রেটে তামিম ইকবালের সর্বশেষ ফিফটি এসেছিল ২০১৯ সালে, আয়ারল্যান্ডের বিপক্ষে
নিজের ছায়া থেকেই যেন বেরিয়ে এলেন তামিম ইকবাল! পুল, ফ্লিক, লেগ গ্লান্স, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ—জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৪২ বলের ফিফটিতে সব শটই খেলেছেন তামিম। চোখ এখন তাঁর বড় ইনিংসের দিকে।
গত বিপিএল থেকেই ধীরলয়ের ব্যাটিংয়ের জন্য সমালোচনার মধ্যে তামিম। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের নির্বিষ বোলিং আক্রমণের সামনেও তামিম পারেননি সেই খোলস থেকে বের হতে। দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও তামিমকে বাড়তি শট খেলার পরামর্শ দেন। কাল লম্বা অনুশীলন সেশনে তামিমকে পুরোনো ছন্দে ফেরানোর কাজই করেছেন ব্যাটিং কোচ। প্রায় এক ঘণ্টার নেট সেশনে রান করার ক্ষুধা দেখা গেছে তামিমের ব্যাটিংয়েও।
আজ মাঠে নেটের সেই তামিমকেই যেন দেখা গেল। অনুশীলনটাকে ম্যাচে টেনে আনার আদর্শ উদাহরণ যাকে বলে। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে লিটন দাস স্ট্রাইক নিয়েছিলেন, আজ নিলেন তামিম। প্রথম বল থেকেই ওপেন স্টান্স নিয়ে খেলেছেন। প্রথম ৮ বলে কোনো বাউন্ডারি না মারলেও নবম বলে কার্ল মুম্বাকে পুল শটে চার। এরপরই যেন সব জড়তা ঝেড়ে বেরিয়ে এলেন পুরোনো তামিম।
একের পর এক দৃষ্টি নন্দন শটে জিম্বাবুয়ের তিন পেসার মুম্বা, চার্লটন শুমা ও ডোনাল্ড তিরিপানোকে বেশ কয়েকবার বাউন্ডারির বাইরে পাঠান। ৪২ বলের ফিফটিতে ৪০ রানই করেন চার মেরে। তামিমের যখন ৫০ রান, দলের রান তখন ৬৬।
১০০ ছাড়ানো স্ট্রাইক রেটে তামিমের সর্বশেষ ফিফটিটি এসেছিল ২০১৯ সালের আয়ারল্যান্ড সফরে। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের ম্যাচে ৫৩ বলে করেছিলেন ৫৭ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ