বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার-পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৫৭ বার

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের ইতিহাসে অতীতে কোনো সরকার এত উন্নয়ন করেনি।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রাথমিক বিদ্যালয়-গুলোতে নতুন ভবন নির্মাণ, শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে, চাহিদার কোন কমতি রাখা হয়নি। এখানেই শেষ না আরও সুযোগ সুবিধার কথা চিন্তা করছে সরকার। বাংলার ইতিহাসে দেশে এখন ভালো সময় চলছে। ব্যাপক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশের প্রতিটি স্থান। সরকার মানুষের সকল চাহিদা পুরন করতে সক্ষম হয়েছে।আগামীতে দেশের চেহারা আরো পাল্টে যাবে। উন্নয়নে পরিপূর্ণ হবে দেশ।

তিনি আরও বলেন, গোটা পৃথিবীর মানুষ এখন বাংলাদেশের প্রশংসা করে। তারা চিন্তা করে এত তারাতারি কিভাবে বাংলাদেশ এত উন্নত হল। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বিশ্ববাসীর কাছে এখন ম্যাজিক।

শনিবার(১০ ফেব্রুয়ারী)দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা শত্রুর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৩ লক্ষ ৯২ হাজার ৩৪৮ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসফি উল্লাহ, থানা ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিতাংশু শেখর ধর সিতু,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সচিব হাসনাত হোসাইন, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, ছাত্রলীগ নেতা নাইম আহমেদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ