রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

শিশু খাদ্য বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৪৯৯ বার

নিজস্ব সংবাদদাতা:: মাতৃদুগ্ধ শিশু খাদ্য,বানিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি বিপনন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জে উদ্ধদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায়, বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসীম উদ্দিনের সভাপতিত্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমেদের পরিচালনায় প্রজেক্টরের মাধ্যমে মাতৃদুগ্ধ ও শিশু খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় প্রদর্শন করেন বিভাগীয় স্বাস্থ্য সচেতনতা প্রতিনিধি সজীব চৌহান।

প্রদর্শণ পরবর্তী উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ,খাদ্য নিয়ন্ত্রক রোমানা আফরোজ,প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাশ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার,ডা: তানভীরুল ইসলাম,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো: নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক রজত ভ‚ষন রায়,সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌরী রানী ভট্রাচার্য্য,আব্বাস উদ্দিন,হোসেন আলী,সেনেটারী পরিদর্শক শহীদুল্লাহ,ইপিআই টেকনেশিয়ান নওশাদ মিয়া, পরিবার পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য্য, পরিবার পরিবার পরিকল্পনা সহকারী আরতি রানী দাশ,গুলশানারা বেগম,পরিসংখ্যান সহকারী মো: রইছ উদ্দিন, কোষ্ঠ ও যক্ষা সহকারী সুশান্ত দে,ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা আমিনুল হক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।

পরে দুপুর ১২ টায় নিরাপদ মাতৃত্বদিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা পরবর্তী দুপুর সাড়ে ১২ টায় জেলা সিভিল সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ডা: জসীম উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী উপজেলা পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে লাইফষ্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: ওমর ফারুক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ