বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

‘শিশুদের জন্য মাস্ক খুবই ঝুঁকিপূর্ণ’

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৬৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
দুই বছরের কম বয়সের শিশুদের মাস্ক পরা উচিত নয়, কারণ এতে তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসরোধ হওয়ার ঝুঁকি বাড়ে। শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও মাস্ক পরলে শিশুদের হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
জাপানের একটি মেডিকেল দল এসব তথ্য জানিয়েছে। খবর জেরুজালেম পোস্ট।
দেশটিতে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা আসার পর শিশুদের মাস্ক না পরাতে অভিভাবকদের সতর্ক করলেন চিকিৎসকরা।
জাপানজুড়ে সংক্রমণের সংখ্যা কমে যাওয়ার পর প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার টোকিও এবং বাকি চারটি অঞ্চলে জরুরি অবস্থা তুলে নিয়েছেন। কিন্তু সতর্ক করে দিয়েছেন যে, ভাইরাসটি আবার ছড়িয়ে পড়তে শুরু করলে তা পুনরায় প্রয়োগ করা হতে পারে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউন তুলে নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে যখন সামাজিক দূরত্ব বজার রাখা অনেকেটা চ্যালেঞ্জের তখন এই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু জাপান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন অভিভাবকদের সতর্ক করেছে যে, শিশুদের জন্য মাস্ক খুবই ঝুঁকিপূর্ণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ