বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

শিরোপার স্বাদ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৮৫ বার

স্পোর্টস ডেস্কঃ শুক্রবার রাতে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা।

এদিন ৭০ রানের এক বীরোচিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। শিরোপার স্বাদ নেয়ার পাশাপাশি ফাইনাল সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

শিরোপা জেতার পর এর প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ বলেন, এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না আমার।

এমনটা বলাই স্বাভাবিক। কারণ এই প্রথম খুলনাকে শিরোপা এনে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন মৌসুমে খুলনার হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ।

একটি মৌসুমে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন  তবে দলকে শিরোপা এনে দিতে পারেননি তিনি।

এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সফলতা ধরা দিল।

শিরোপা জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলার, ব্যাটসম্যান ও বিশেষ করে ফিল্ডাররা যেভাবে তাদের সব ঢেলে দিয়েছে তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি।’

ফাইনালে নিজের অপরাজিত ৭০ রানের ইনিংস বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি।  আমি অনেক খুশি যে ফাইনালে অবদান রাখতে পেরেছি।

এরপরই দলের অভিজ্ঞ সতীর্থকে ধন্যবাদ জানান খুলনার অধিনায়ক।

তিনি বলেন, দলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ম্যাশকে (মাশরাফি)। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। তাকে পেয়ে আমি খুবই খুশি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ