স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ শাহজালাল মহাবিদ্যালয়ের (কলকলিয়া) ২০১৯- ২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির মানবিক ও বিজ্ঞান শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এক ওরিয়েন্টেশন ক্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক এনামুল কবির, সহকারী অধ্যাপক রিংকর রায়, প্রভাষক শিব্বির আহমদ, প্রভাষক হাসানুজ্জামা্ন খান, প্রভাষক আবু তাহের রানা, প্রভাষক মির্জা আমিনুল হক, প্রভাষক মহিউদ্দিন মাহী, প্রভাষক জহিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক ঝুটন তালুকদার, প্রদর্শক আমিরুল ইসলাম ও প্রদর্শক প্রশান্ত রায়, শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখে নাজিম উদ্দিন, তানভির আহমদ, মুক্তা আক্তার, হাফিজা বেগম, এবং নবাগত ছাত্রদের মধ্যথেকে সানজিদা আক্তার, ফাহমিদা ফেরদৌসী, আঁখি বেগম, জাহেরা বেগম, নাইমা আক্তার, জিয়াইর রহমান, রেদুয়ান হোসেন ও নাজমুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে পাঠ করে পাশা মিয়া ও গীতা থেকে পাঠ করে- ননেল দাস।
আলোচনার পরবর্তীতে মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন কলকলিয়া বাজারের পেশ ইমাম মাওলানা নাজমুল হোসেন।