দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৪৭ জন। করোনা ভাইরাসে আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দৈনিক নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সিলেটভিউ জানান, বৃহস্পতিবার শাবির আরটি-পিসিআর ল্যাবে ২৭৩টি নমুনা গ্রহণ করা হয়। এসব নমুনা পরীক্ষা শেষে ৪৭ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে সুনামগঞ্জ জেলায় খুব দ্রুত করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়েছে। ইতোমধ্যে এই জেলার অধিকাংশ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫৮ জন।