নিজস্ব প্রতিবেদক:: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নের জমাদানের শেষ দিনে বিভিন্ন পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।
বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। নির্বাচনে অংশগ্রহণ করতে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচনে সভাপতি পদে জুয়েল আহমদ, ডা: স্বপন, সহ-সভাপতি পদে মাওলানা রমজান হোসাইন, নিখিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির জিলানি, সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আহমদ, মিলন মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মারুফ হোসেন মুজিব, কোষাধ্যক্ষ পদে হুমায়ুন আহমদ ও হাফিজ আব্দুর রশিদ মনোনয়ন পত্র দাখিল করেছেন। এবং সদস্য পদে রাজন দেব, মৃদুল দাশ, মো:শাহাব উদ্দিন, সুরুক মিয়া, রায়হান মিয়া, হাফিজ ছাদিকুর রহমান, আকলিস মিয়া ও মইন উদ্দিন মনোনয়ন দাখিল করেন। এসময় প্রার্থীদের নিজ নিজ সমর্থরা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ৩০শে মার্চ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের প্রাণ কেন্দ্র শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২য় বারের মতো দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ জানান, ৩০ শে মার্চ শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। প্রার্থীরা মননোন পত্র জমা দিচ্ছেন। সবার মধ্যে একটা আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।