সোমবার, ০১ জুলাই ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা 

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২০ বার

স্টাফ রিপোর্টার: শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের প্রার্থী সাদাত মান্নান অভি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৫৬ টি কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি পেয়েছেন ৪০ হাজার ৯শত ৮৭ ভোট। এই ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ২শত ৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন জাকির মাইক প্রতীকে ৩৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুকনুজ্জামান রুকন চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির ফুটবল প্রতীকে ২৩ হাজার ৪শত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪শত ৮৮ ভোট৷

উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন   শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত সাহা৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ