স্টাফ রিপোর্টারঃ স্মার্ট যুব, সম্মৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট) ৩য় পর্যায়(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ২.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে যুব উন্নয়নের আয়োজনে ইম্প্যাক্ট(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, ইম্প্যাক্ট প্রজেক্ট (৩য় পর্যায়) এর ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মোঃ হাফিজুর রহমান, কমিউনিটি সুপারভাইজার সাফিউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি নুরুল হক প্রমুখ।