রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সালিশ ব্যক্তিত্ব মোশাহিদ আলী আর নেই: পরিকল্পনামন্ত্রীর শোক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার
স্টাফ রিপোর্টার: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব প্রবীন মুরব্বী মাষ্টার মোশাহিদ আলী (৭৮) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৭ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন নাতি নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ বাদ আছর সদরপুর উত্তর জামে মসজিদের উত্তরের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  হাসনাত হোসাইন,  শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, পঞ্চমগ্রাম কামরুপদলং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আকবর আলী সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ। পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে স্টোক করে সিলেটের মেডিনোভা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিক প্রবীন সালিশ ব্যক্তিত্ব মোঃ মোশাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান (এমপি)।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন সালিশ ব্যক্তিত্বকে হারালাম। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ