বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে শপথ পাঠ করলেন হাজারো মানুষ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ বার

স্টাফ রিপোর্টার::

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী ওই শপথ পাঠ করান। দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করান।

এর অংশ হিসেবে নির্ধারিত সময়ের আগেই শান্তিগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হাজার মানুষ জড়ো হয়েছেন। সবার লক্ষ একটাই বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর শপথ পাঠে শরিক হয়ে ইতিহাসের অংশ হওয়া।

শপথে অংশ নেয়া হাজারো মানুষের কণ্ঠে জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ও বুকে অগাধ দেশপ্রেম। এ যেনো এক অন্যরকম আবেগমাখা মুহুর্ত। এ যেনো এক অন্যরকম ভালোবাসা। যা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবার নয়।

প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান শুরু হয় বিকেল সাড়ে চারটায়। প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠের জন্য বক্তব্য শুরু করেন। সাথে সাথে পুরো ষ্টেডিয়াম নিরবতায় ছেয়ে যায়। সবার দৃষ্টি ডিজিটাল স্কিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পড়ান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বৃহস্পতি ও শুক্রবার (১৬ ও ১৭ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথমদিন ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী সবাইকে শপথ বাক্য পাঠ করান।

এসময় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদীর হোসেন,পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারন সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, পুর্বপাগলা ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান,জেলা যুবলীগের সদস্য মাসুক মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ