স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পরিকল্পনামন্ত্রীর পক্ষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস অফিস, পল্লিবিদ্যুতের সাব জোনাল অফিস, শান্তিগঞ্জ প্রেসক্লাব, ইসলামিক ফাউণ্ডেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ দাস, শিক্ষা অফিসার সেলিম আহমদ, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ আবু সাঈদ, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিকসহ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।