বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মেম্বার প্রার্থীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ৮ দিন আগে জয়কলস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এলাইছ উদ্দিনের (৬৫) আকস্মিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে হঠাৎ করে স্ট্রোক করলে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এলাইছ উদ্দিন উপজেলার জামলাবাজ গ্রামের বাসিন্দা। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন।

জামলাবাজ গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে দিন-রাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন এলাইছ উদ্দিন। শনিবার দুপুরে হঠাৎ করে স্ট্রোক করে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। একজন সহজসরল সাদা মনের মানুষের মৃত্যুতে পুরো জামলাবাজ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মেম্বার প্রার্থী এলাইছ উদ্দিনের মৃত্যুতে ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই। ইউপি নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কোনো প্রার্থীর মৃত্যুর পর দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলে নির্বাচন অনুষ্ঠানে আইনত বাধা থাকে না। আরও চারজন প্রার্থী থাকায় ২৮ নভেম্বর যথানিয়মে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ