স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’ এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আযোজনে মুরগী ও হাঁস উৎপাদক দলের সদস্যদের নিয়ে ১ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় শান্তিগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরবর্তী স্থানীয় মুরগী ও হাঁস উৎপাদককারী দলের ৫৫ জন সদস্যদের মাঝে জীবানুনাশক ঔষধ, হ্যান্ড স্প্রে, মেশিন, বেলচা এবং ব্রাশ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. যোবায়ের হোসেন, এলএফএফ মাহবুবুল আলম ও শাহআলম প্রমুখ।