রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমতাজ উদ্দিন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ শান্তিগঞ্জে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২২-২৩ অর্থ বছরের গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে মিলার, কৃষক, ভোক্তা ও ধান-চাল ব্যবসায়ীদের সাথে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মমতাজ উদ্দিন।

বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মোঃ মাহবুবুর রহমান, সহযোগী গবেষণা পরিচালক মহিনুর ইসলাম, মিজানুর রহমান, হিল্লোল ভৌমিক ও গবেষণা কর্মকর্তা সালেহ আকরাম আখন্দ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস, খাদ্য পরিদর্শক অসিম কুমার তালুকদার, উপজেলা খাদ্য গোদামের ওসিলিটি বিউটন চক্রবর্তী, মিল মালিক জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, ডিলার রাখালসহ উপজেলার মিলার, ডিলার, ধান-চাল ব্যবসায়ী প্রমুখ। এরআগে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শান্তিগঞ্জ আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ