স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বুধবার(১০ মে) সকাল সাড়ে ১০ টায় পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগরে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন, বৃক্ষরোপন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।
এরপর বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন পাগলা ইউনিয়ন ভূমি অফিস, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, ডুংরিয়া আজিজুন্নেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভায় যোগ দেন।