বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার
স্টাফ রিপোর্টারঃ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় দিনটি উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান,  জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ,  উপজেলা প্রকৌশল (এলজিইডি) আল নূর তারেখ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা,  একাডেমি সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আযাদ, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১১ টায় শেখ কামাল এঁর জন্ম ও কর্ম নিয়ে  উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে এক  ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।
 পরে শেখ কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ