স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় সবকিছু প্লাবিত হওয়ায় প্রাণ রক্ষায় আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বন্যার্ত মানুষ। অনেকে উঠেছেন নিকটাত্মীয়ের বাড়িতে৷ এমন ভয়াবহ অবস্থায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট৷ আশ্রয়কেন্দ্রের মানুষরা অনেক কষ্টে সংগ্রহ করছেন সুপেয় পানি৷ বন্যার পরিস্থিতি বিবেচনায় বন্যাদুর্গত মানুষের মাঝে সুপেয় পানি পৌঁছে দিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে৷ এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে দেয়া হচ্ছে সুপেয় পানি। এতে লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করছেন মানুষ।
বুধবার(২২ জুন) সরেজমিন দেখা যায়, সুপেয় পানি নিতে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মানুষের দীর্ঘ লাইন। একের পর এক সুপেয় পানি নিয়ে যাচ্ছেন মানুষ। বন্যা পরিস্থিতির এই সময়ে জনস্বাস্থ্য প্রকৌলের এমন উদ্যোগে খুশি বন্যাদুর্গত মানুষ৷