স্টাফ রিপোর্টার::
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে ও মৎস্য অধিদপ্তর বাংলাদেশের ব্যবস্থাপনায় শান্তিগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ জন মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে এই উপকরণ তুলে দেয়া হয়। উপকরণের মধ্যে ছিল ১শত কেজি মাছের খাদ্য , ৭শ পিস মাছের পোনা, ৪টি কোদাল ও পানি দেয়ার ঝাঝরি ৪টি।
উপকরণসামগ্রী বিতরণে এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার সুনীল মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দূলন রাণী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ মাজেদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি স্পেশালিষ্ট জিয়াউল হক ও ফিল্ড কোর্ডিনেটর মোঃ শফিউল্লাহসহ আরও অনেকে।