স্টাফ রিপোর্টার::
বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শান্তিগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ আগস্ট) সকালে এনআইএলজি ও আইডিয়ার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও আইডিয়ার এসিস্ট্যান্ট ডাইরেক্টর নাজিম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস ও আইডিয়ার প্রোগ্রাম এসিস্ট্যান্ট নাসরিন নিলা সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ প্রমুখ৷