সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে নিজের ভোটটিও পাননি ইউপি সদস্য ফারুক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ বার
স্টাফ রিপোর্টারঃ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ফারুক আহমদ নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। নিজের ভোটও বাক্সে পড়েনি তাঁর। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রবিবার (২৮ নভেম্বর) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণার সময় ফারুক আহমদ তালা প্রতীকে কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম।
ফলাফলে দেখা যায়, দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী সদস্য পদে অংশগ্রহণ করেন। এতে আব্দুল কবির (টিউবওয়েল) ১৬৬, মিরাজ উদ্দিন (মোরগ) ১৮১, মোহাম্মদ আলী (ফুটবল) ৪১১, মোহাম্মদ আশরাফুল হক (বৈদ্যুতিক পাখা) ৫৯, মো. সুমন মিয়া (ঘুড়ি) ৪৪৩ ও ফারুক আহমদের বাক্সে কোনো ভোট পড়েনি।
বিষয়ট নিশ্চিত করে দরগাপাশা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, দরগাপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে তালা প্রতীকে এক সদস্য প্রার্থী কোনো ভোট পাননি। ভোট কেন পাননি তা আমার জানা নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ